হরতাল এখন আর শুধু মানুষকে তার কাজ ও যাতায়াত বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন হরতাল মানেই পুড়াও বাস, হত্যা করো নিরীহ যাত্রীদের। গতকাল ২১ এপ্রিল, খিল গাঁও খিদমাহ হাসপাতালের সামনে ঈগল পরিবহরেন একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে পুড়ে মারা যান বাসটির চালক বদর আলী বেগ । হতভাগ্য ওই ঢাকা-খুলনা রুটের নাইটকোচের ড্রাইভার, রাতে যাত্রী নিয়ে যাবেন তাই ঘুমাচ্ছিলেন গাড়িতে, আর তাতে সন্ত্রাসীরা দেয় আগুন। http://www.prothom-alo.com/detail/date/2012-04-22/news/252185 এছাড়াও, রাজধানীতে আরো ৭টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শনিবার। http://www.bdnews24.com/details.php?id=222909&cid=3 এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। http://www.bdnews24.com/bangla/details.php?id=192041&cid=2 জানা নেই এসবের শেষ কোথায়........... রোববারের হরতাল পালিত হলো, দিনশেষে ইলিয়াস আলীর নিখোজের ঘটনায় আহূত হরতাল একদিন বর্ধিত করার ঘোষণা এলো বিএনপির পক্ষ থেকে। http://www.prothom-alo.com/detail/date/2012-04-22/news/252256 http://www.bdnews24.com/bangla/details.php?cid=3...