পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রোহিঙ্গা সমস্যার মূলে আছে মায়ানমারের নাগরিকত্ব আইন ১৯৮২

ছবি
রোহিঙ্গা শরণার্থী সমস্যা মায়ানমার থেকে উদ্ভুত বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে প্রকট আকারে বিস্তৃত  আর কমবেশি সারা বিশ্বে বিরাজমান। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা শরণার্থীরা বড় ধরনের হুমকি হয়ে দাড়িয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমার সেনাবাহিনীর শুরু করা নির্মম গণহত্যার হাত থেকে বাঁচতে এভাবেই দলে দলে রোহিঙ্গারা এসে আশ্রয় নিতে থাকে কক্সবাজারে  নারী, শিশুসহ রোহিঙ্গারা সাথে তল্পিতল্পাসহ গবাদিপশু এ যে মানুষের ঢল বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১১ লক্ষের ওপরে । এরা ফিরে যাওয়ার তো কোন চিন্তাই করছে না বরং এদেশে মহাসমাবেশ করছে। কিন্তু রোহিঙ্গা কারা? কীভাবে সৃষ্টি হলো রোহিঙ্গা সংকট? বিষয়গুলোর গভীরে প্রবেশ এই পোস্টের গোল টার্গেট... মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান স্টেটের (পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখাইন নামকরণ করা হয়) মুসলিম ও হিন্দু বাসিন্দাদের বা রোহিঙ্গাদের  নাগরিকত্ব হঠাৎ ১৯৮২ সালে অস্বীকার করে বসলো দেশটি। রাখাইন স্টেট আর কক্সবাজারের পার্শ্ববর্তী অবস্থান স্পষ্ট এই মানচিত্রে      রোহিঙ্গারা...