
এত কিছুর পরও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আশাবাদী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি রডহ্যাম ক্লিনটন। গত ৫ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় নামেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির এই শীর্ষ রাজনীতিক। বাংলাদেশে এসে হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। দেশের দুই শীর্ষ নেতাকে দেশের গণতন্ত্র ও উন্নয়নকে সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ অনেক পথ পাড়ি দেবে- এ মন আশাবাদ ব্যক্ত করে তার সফর শেষ করেন এবং প্রতিশ্রুতি দেন, এই পথে বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র। ৫ই মে শনিবার বিকালে শাহজালাল বিমানবন্দরে এসে নামেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তা কে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী । এসেই তিনি বিমানবন্দর থেকে সোজা চলে যান তেজগাওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিলার...