পোস্টগুলি

মে, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
এত কিছুর পরও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আশাবাদী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি রডহ্যাম ক্লিনটন। গত ৫ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় নামেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির এই শীর্ষ রাজনীতিক। বাংলাদেশে এসে হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। দেশের দুই শীর্ষ নেতাকে দেশের গণতন্ত্র ও উন্নয়নকে সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ অনেক পথ পাড়ি দেবে- এ মন আশাবাদ ব্যক্ত করে তার সফর শেষ করেন এবং প্রতিশ্রুতি দেন, এই পথে বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র। ৫ই মে শনিবার বিকালে শাহজালাল বিমানবন্দরে এসে নামেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তা কে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী । এসেই তিনি বিমানবন্দর থেকে সোজা চলে যান তেজগাওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিলার...
আবারও জুতা ছুড়ে মারার ঘটনা এবার নরওয়েতে জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনার পর সারাবিশ্বে আরো বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা হয়েছে। এবারে জুতা ছোড়ার ঘটনা ঘটেছে নরওয়ের রাজধানী অসলোতে। আদালতে বিচার প্রক্রিয়া চলছিল নরওয়ের ইউতোইয়া দ্বীপে একটি যুব ক্যাম্পে ২০১১ সালে গণহত্যা ও অসলোতে বোমা হামলা মামলার। ইতিমধ্যেই এ ঘটনার দায় আদালতে স্বীকার করা এন্ডার্স বেরিং ব্রেইভিককে লক্ষ্য করে ১১ই মে শুক্রবার জুতা ছুড়ে মেরেছে, ওই হামলায় প্রাণ হারানো একজনের ভাই। জুতা ছুড়ে মেরে সে আদালতকক্ষে চিৎকার করে বলে, তুই আমার ভাইকে মেরেছিস, তুই জাহান্নামে যা। তবে এবারও লক্ষ্যভ্রষ্ট হয়েছে ঢিল। ব্রেইভিকের গায়ে লাগেনি জুতা, লেগেছে, আসামিপক্ষের আইনজীবির গায়ে। পরবর্তীতে অবশ্য এ ঘটনার জন্য বিচারকার্য স্থগিত করা হয়। ৩৩ বছর বয়সী ব্রেইভিক আদালতে স্বীকার করেছে যে, ইউতোইয়া দ্বীপে গ্রীষ্মকালীন যুব মহড়ায় ৬৯ জনকে এবং ২০১১ সালের ২২ জুলাই অসলোতে বোমা হামলায় ৮ জনকে হত্যা সে করেছে। আফটেনপোসটেন পত্রিকার বরাত অনুযায়ী, শুক্রবারের জুতা-ছোড়ার ঘটনাটি ঘটিয়েছে হায...

এ বর্বরতার উপযুক্ত বিচার না হলে, অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাবে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫০ বছর বয়সী আব্দুর রশিদ ও তার ২০ বছর বয়সী পুত্রবধূ সালমা বেগমকে প্রথমে প্রচন্ড পেটানো হয় আর তারপর মাথা ন্যাড়া করে সারাগ্রাম ঘুরিয়েছে স্থানীয় মাতব্বররা। শিবগঞ্জ সদর থেকে ২০-২৫ কিলোমিটার দুরে মাঝিহট্ট ইউনিয়নের সৈয়দ দামগারা গ্রামে গত ২৯ এপ্রিল রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি শ্বশুর-পুত্রবধু হয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত। পুলিশের ভাষ্যমতে,আব্দুর রশিদের ছেলে ট্রাকের হেলাপার জাকির মন্ডল ৭ মাস আগে বিয়ে করে ঘরে আনেন আদমদিঘী উপজেলার সালমাকে। ট্রাকের হেলপার হ্ওয়ায় জাকিরকে প্রায়ই বাইরে থাকতে হতো আর এ সুযোগে গ্রামের কিছু বখাটে নববধূকে উত্যক্ত করতো। কু-প্রস্তাব দিতেও তারা পিছপা হয়নি। ইতিমধ্যেই সালমা বিষয়টি তার স্বামী জাকিরকে জানিয়েছিল আর তা নিয়ে জাকিরের সঙ্গে বখাটেদের বাদানুবাদও হয়। এরপর থেকেই ওই পরিবারকে সমাজে হেয় করার চেষ্টা চালিয়ে আসছিল ওই বখাটেদের দল। ইতিমধ্যেই ওই পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে কিছু মাতব্বর। এ ঘটনায় জের ধরে ২৯ এপ্রিল সন্ধ্যায় ওই গ্রামের মাতববর মো. ওবায়দুল্লাহ (৫০), ইছাহাক আলী (৩২), রজিব উদ্দিন...