আবারও জুতা ছুড়ে মারার ঘটনা
এবার নরওয়েতে
জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করে জুতা
ছোড়ার ঘটনার পর সারাবিশ্বে আরো বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে লক্ষ্য করে জুতা
ছুড়ে মারা হয়েছে। এবারে জুতা ছোড়ার ঘটনা ঘটেছে নরওয়ের রাজধানী অসলোতে।
আদালতে বিচার প্রক্রিয়া চলছিল নরওয়ের ইউতোইয়া দ্বীপে একটি যুব
ক্যাম্পে ২০১১ সালে গণহত্যা ও অসলোতে বোমা হামলা মামলার। ইতিমধ্যেই এ ঘটনার দায়
আদালতে স্বীকার করা এন্ডার্স বেরিং ব্রেইভিককে লক্ষ্য করে ১১ই মে শুক্রবার জুতা
ছুড়ে মেরেছে, ওই হামলায় প্রাণ হারানো একজনের ভাই। জুতা ছুড়ে মেরে সে আদালতকক্ষে
চিৎকার করে বলে, তুই আমার ভাইকে মেরেছিস, তুই জাহান্নামে যা। তবে এবারও
লক্ষ্যভ্রষ্ট হয়েছে ঢিল। ব্রেইভিকের গায়ে লাগেনি জুতা, লেগেছে, আসামিপক্ষের
আইনজীবির গায়ে।
পরবর্তীতে অবশ্য এ ঘটনার জন্য বিচারকার্য স্থগিত করা হয়। ৩৩ বছর
বয়সী ব্রেইভিক আদালতে স্বীকার করেছে যে, ইউতোইয়া দ্বীপে গ্রীষ্মকালীন যুব মহড়ায় ৬৯
জনকে এবং ২০১১ সালের ২২ জুলাই অসলোতে বোমা হামলায় ৮ জনকে হত্যা সে করেছে।
আফটেনপোসটেন পত্রিকার বরাত অনুযায়ী, শুক্রবারের জুতা-ছোড়ার ঘটনাটি
ঘটিয়েছে হায়দার মোস্তফা কাসিম নামের এক ইরাকি, যাকে এ ঘটনার পর নিরাপত্তারক্ষীদের
দিয়ে আদালতকক্ষ থেকে বের করে দেয়া হয়। কাসিম সাংবাদিকদের বলেছেন, জুতা ছোড়ার পরপরই
আমি দেখেছি আদালতে সমবেত লোকজন তালি দিচ্ছেন। আর আমি তাতেই নিশ্চিত হয়েছি যে, আমি
ঠিক কাজটিই করেছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার কথা ভালো লাগবে এমন নাও হতে পারে
ভালো না লাগলে কী ও কেন ভালো লাগেনি
উল্লেখ করে কমেন্ট করুন
আর ভালো লাগলে তো জানাতেই পারেন