১৪ জুলাই ২০১২, শুরু বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা এই পোস্টের বিষয়বস্তু বিভিন্ন পেশা ও বৃত্তি জীবিকা নির্বাহের জন্য এদেশের জনগণ যেসব পেশা ও বৃত্তির সঙ্গে নিজেদের যুক্ত করে, তা-ই তুলে আনার লক্ষ্য নিয়ে এই পোস্টটি শুরু করছি। পেশা ও বৃত্তিগুলোর বিবরণ, তথ্য, ছবি, ওয়েবলিংক ও সংশ্লিষ্টদের কথা তুলে আনার চেষ্টা করবো এতে....................... বিভিন্ন পেশাজীবি যারা এই আলোচনার অংশ- কৃষক কৃষক কৃষিকাজ করে ফসল ফলান এবং গৃহপালিত পশুপাখি লালন পালন করে মানুষের জন্য খাদ্য উৎপাদন করেন। যাদের নিজের জমি আছে এবং নিজে কৃষি উৎপাদনে কাজ করেন, তারা বাদেও, যারা অন্যের জমি বর্গা চাষ করেন এমনকি যারা অন্যের ক্ষেতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, তারা সবাই কৃষক হিসেবে পরিচিত। আবহমান কাল থেকে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের খাদ্যের যোগানদাতার দায়িত্বটি পালন করলেও, আজও কৃষকরা পায়নি তাদের ন্যায্য অধিকার। সুদ, মহাজন, মধ্যস্বত্ত্বভোগী ফড়িয়া থেকে শুরু করে বিভিন্ন সময়ের সরকারগুলোর কৃষকদের দাবিদাওয়ার প্রতি অবহেলা, তার ওপর ফি বছর বন্যা-খরার মতো দুর্যোগ- কৃষকদেরকে দিন দিন গরীব থেকে আরো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার কথা ভালো লাগবে এমন নাও হতে পারে
ভালো না লাগলে কী ও কেন ভালো লাগেনি
উল্লেখ করে কমেন্ট করুন
আর ভালো লাগলে তো জানাতেই পারেন