গর্ভবতী অবস্থায় গুগলের চাকরি ছেড়ে ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিলেন
অক্টোবরের ৭ তারিখ ডেলিভারি ডেট, তিন মাসও নেই, ৩৭ বছর বয়সে অন্তসত্ত্বা। যদি চাকরিও করেন-, তাহলেও যথাসম্ভব কম কাজের চাপ নিয়ে কাজ করতে পরামর্শ দেবে সবাই। আর পরামর্শ দেবে, সম্ভব হলেই ছুটিটা নিয়ে নিতে।
কিন্তু এ অবস্থায় যদি চাকরি পরিবর্তনের কথা ভাবতে হয়, নিশ্চয়ই রাজি হওয়ার কথা নয়। তার ওপর দায়িত্বটা তো আর যে সে দায়িত্ব না, ইয়াহুর চিফ এক্সিকিউটিভ অভিসার (সিইও)।
তা-ই ঘটেছে বাস্তবে। আজই ইয়াহুর সিইও হিসেবে যোগ দিয়েছেন আমেরিকান বিজনেস এক্সিকিউটিভ, গুগলের দীর্ঘদিনের মুখপাত্র মারিসা মায়ের। তার সত্যিই গর্ভাবস্থা এবং অক্টোবরে তার ডেলিভারি ডেট।
দেখুন এবিসি নিউজের এই লিংক
এই লিংক নাও দেখতে পারেন
Tweet
কিন্তু এ অবস্থায় যদি চাকরি পরিবর্তনের কথা ভাবতে হয়, নিশ্চয়ই রাজি হওয়ার কথা নয়। তার ওপর দায়িত্বটা তো আর যে সে দায়িত্ব না, ইয়াহুর চিফ এক্সিকিউটিভ অভিসার (সিইও)।
তা-ই ঘটেছে বাস্তবে। আজই ইয়াহুর সিইও হিসেবে যোগ দিয়েছেন আমেরিকান বিজনেস এক্সিকিউটিভ, গুগলের দীর্ঘদিনের মুখপাত্র মারিসা মায়ের। তার সত্যিই গর্ভাবস্থা এবং অক্টোবরে তার ডেলিভারি ডেট।
দেখুন এবিসি নিউজের এই লিংক
এই লিংক নাও দেখতে পারেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার কথা ভালো লাগবে এমন নাও হতে পারে
ভালো না লাগলে কী ও কেন ভালো লাগেনি
উল্লেখ করে কমেন্ট করুন
আর ভালো লাগলে তো জানাতেই পারেন