করোনা হলেও মানুষ বাঁচে, টিকা নিতে গিয়ে মরলো ২৯ জন
এ কী বলছে সংবাদপত্র?
সংখ্যাটা বেড়ে এখন ২৯ জন।
ফাইজারের মতো কোম্পানির টিকা নিয়ে এ অবস্থা। চিন্তাটা করে দেখুন বেক্সিমকোর টিকা এদেশের মানুষকে দিলে কী না হতে পারে?
করোনা হবে, চিকিৎসা চলবে, ভালো হবে বা হবে না।
কিন্তু বিশ্ববিখ্যাত ফাইজার কোম্পানির টিকা দিয়ে ২৩ জন মারা গেল, তার ১৩ জন আবার হাসপাতালে।
নরওয়ের মতো দেশেই এমনটি ঘটেছে, এদেশে ব্যাপারটা কোন মাত্রায় গিয়ে দাঁড়াবে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমার কথা ভালো লাগবে এমন নাও হতে পারে
ভালো না লাগলে কী ও কেন ভালো লাগেনি
উল্লেখ করে কমেন্ট করুন
আর ভালো লাগলে তো জানাতেই পারেন