স্কুলগুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধির শিক্ষা দেয়া উচিৎ

স্কুলসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বছর ঘুরে এলো, করোনা নামের জুজুর ভয়ে।
রোগব্যাধি হয়, ভালোও হয়, তাই বলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার নজির স্মরণকালের ইতিহাসে নেই। তবুও বন্ধ হলো, বন্ধ হয়েই রইল, কেউ যেন খোলার কথা বলে না। আসলে বাস্তবতা ভিন্ন - এই গবেষণা রিপোর্ট তাই প্রমাণ করছে। ক্লিক লিংক গণস্বাক্ষরতা অভিযান পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে ৭৫% শিক্ষার্থী চায় দ্রুত ক্লাসে ফিরে যেতে। স্কুল খুলে দেয়ার পক্ষে ৭৬ শতাংশ অভিভাবক ও ৭৩ শতাংশ জেলা শিক্ষা কর্মকর্তাও। ৫৮ শতাংশ শিক্ষক ও ৫২ শতাংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা সতর্কতার সঙ্গে স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন। ৮০ শতাংশ এনজিও কর্মকর্তা একই মত দিয়েছেন। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হচ্ছে - বেশির ভাগ শিশু স্কুলে যাওয়ার চেয়ে বেশি স্বাস্থ্যঝুকিতে পড়েছে। আর আমার মত হলো- এই শিশুরা যেহেতু বেড়ে উঠছেই এদের শিক্ষার পরিবেশের মধ্যে বেড়ে ওঠার ব্যবস্থা করাই উচিত। শিক্ষার্থীদের মধ্যে শারীরিক দূরত্ব, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতেও কার্যকর ব্যবস্থা নিতে পারে স্কুল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্যাপ্টেন মাজেদের ফাঁসি হলো, বঙ্গবন্ধু হত্যা মামলায় একটা অগ্রগতি

বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা

বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক, যেগুলো আজো টিকে আছে স্বমহিমায়